Sahih Al Bukhari Hadith Number 10 in Bengali

বুখারী হাদীস নং ১০

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে-ই মুসলিম, যার জিহবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সে-ই প্রকৃত মুহাজির, আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে।

২.ঈমান (বিশ্বাস)
ভলিউম নং ১
হাদিস নস্বর ১০
পরিচ্ছেদ  (সে-ই মুসলিম, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top